স্টাফ রিপোর্টার-বাংলাদেশ স্কাউট, জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনের লক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মঙ্গলবার উপজেলা স্কাউট কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলামের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়,হলিয়ারপাড়া ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ ডঃ মঈনুল ইসলাম পারভেজ, সৈয়দ পুর শামছিয়া ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ ডঃ রেজোয়ান আহমদ, ষড়পল্লী স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ হারুন রশীদ, পাটলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নজির উদ্দিন আহমদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল নেতৃবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে পাটলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নজির উদ্দিন আহমদ কে কমিশনার, ইকড়ছই সিনিয়র আলিম মাদ্রাসা শিক্ষক সাইফুল ইসলাম রিপন কে সম্পাদক এবং ইসলাম পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সালিক মিয়া কে কোষাধ্যক্ষ করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ স্কাউট জগন্নাথপুর উপজেলা কমিটি গঠন করা হয়েছেে।
বাংলাদেশ স্কাউট জগন্নাথপুর উপজেলা কমিটি গঠন
