Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বাঙালির প্রাণের উৎসব উদযাপনে জগন্নাথপুরে দিনব্যাপী নানা আয়োজন

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: জগন্নাথপুর উপজেলায় বাঙ্গালীর প্রানের উৎসব পহেলা বৈশাখ বর্ষবরণকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকাল ১০টায় উপজেলা পরিষদ থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যা লী বের হবে। বিশাল এ র্যােলীটি পৌর শহরের গুরুত্বপূন সড়ক ও বাজার প্রদক্ষিন করবে। শহীদ মিনারে ৬ এলাকাবাসীর উদ্যোগে নেয়া হয়েছে সাংষ্কৃতিক অনুষ্ঠান নাটক সহ দিনব্যাপী নানা আয়োজন। এছাড়াও স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে ভয়েজ স্টার ব্যান্ড দলের পরিবেশনা থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা প্রশাসন চত্বরে লেডিস ক্লাবের আয়োজনে রয়েছে পান্তা আর ইলিশ মাছের আয়োজন। জগন্নাথপুর আটস্কুলের উদ্যোগে দিবসটি পালন করতে শহরজুড়ে চিত্রাংঙ্গনের মাধ্যমে বাঙ্গালির চিরায়ত ভাবনাগুলো তুলে ধরা হয়েছে। শুভ নববষ উপলক্ষে গত দুদিন ধরে ব্যস্ত সময় পার করছেন ছোট বড় সকল বয়সের মানুষ। সবার মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। গ্রীষ্মের শেষ প্রখরতা উপেক্ষা করে সকলেই এখন বৈশাখী সাজে সজ্জিত হওয়ার প্রস্থুতি নেয়ার জন্য শহরের বিভিন্ন দোকানে দোকানে ও শপিংমলে ভিড় জমিয়েছেন। সেই সঙ্গে চলছে নিজেদের সন্তানকে বৈশাখী সাজে সজ্জিত করার নানা ধরনের উদ্যোগ। বর্ষ বদলের সঙ্গে সংগে সবাই ছুটছেন নতুন ধরনের পোশাকের পেছনে, সাজগোজে আনতে চাইছেন বাঙ্গালীয়ানার নতুনত্ব। ব্যবসায়ীরা ও বসে নেই তারাও আধুনিক সাজসজ্জার পসরা সাজাতে কম ব্যস্ত নন। নববর্ষ বাঙ্গালীর এক ঐতিহ্যবাহী কৃষ্টির আনুসংগ। এবারও রয়েছে পান্তা ইলিশের আয়োজন । শহরের অভিযাত মিষ্টির দোকানগুলি নতুন নতুন বাহারী নামের মিষ্টির ডিসপ্লে শোভা পাচ্ছে।
কিশোর কিশোরীরা তথ্য প্রযুক্তির স্বাদ নিয়ে মুঠোফোন ও ইন্টারনেটের মাধ্যমে নতুন নতুন শব্দ চয়ন করে বন্ধু বান্ধবদের শুভেচ্ছা বার্তা পৌছে দিচ্ছেন। সবকিছু মিলিয়ে নতুনকে বরণ করে নিতে উপজেলা জুড়ে আনন্দ উচ্চ্বাস চলছে। রাত পোহালেই স্কুল কলেজের শিক্ষার্থী ও শিল্পীদের কন্ঠে শুনা যাবে এসো হে বৈশাখ এসো এসো……..।
এদিকে শুভ নববর্ষ উপলক্ষে জগন্নাথপুরবাসীকে শুভ নববর্ষর শুভেচ্ছা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি ,সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন,জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা। পৃথক বিবৃতিতে তাঁরা নতুন বছরে সবার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করেছেন।

Exit mobile version