Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বাঙ্গালী জাতিসত্ত্বার সাথে মিশে আছেন রবীন্দ্রনাথ- সিদ্দিক আহমদ

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ বলেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাঙ্গালী জাতিসত্ত্বার সাথে মিশে আছেন।তিনি বিশ্ব পরিমন্ডলে বাঙ্গালী সংস্কৃতিকে উচ্চ আসনে তুলে ধরেছেন। তিনি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে বাঙ্গালী জাতির স্বাধীনতা দিয়েছেন আর রবীন্দ্রনাথ আমাদেরকে সমৃদ্ধ সংষ্কৃতি উপহার দিয়েছেন। বাঙ্গালী জাতির এই দুই মহানায়ক আমাদের অহংকার তাই তাদের সৃষ্টি ও আর্দশ অনুসরন করে আমাদেরকে চলতে হবে। তিনি বৃহস্পতিবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত দলীয় কার্য্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা সাংস্কৃতিককর্মী আব্দুল জব্বারের পরিচালনায় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা সৈয়দ সাব্বির আহমদ পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, কৃষকলীগ নেতা আফছর উদ্দিন ভূঁইয়া, সুজিত কুমার রায়, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রিপন, এম ফজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক কল্যাণ কান্তি রায় সানী, উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম তোফাজ্জল হক সুমন, তোহা চৌধুরী, সজিব রায় দুর্জয় প্রমুখ।

Exit mobile version