জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটের গোয়াইনঘাট থেকে গাঁজার গাছসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মিাজানুর রহমান গাঁজা ব্যবসায়ী বলে দাবি পুলিশের।
গোয়ানঘাট থানা পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আক্তারুজ্জামান সঙ্গীয় এএসআই এনামুল হক ও ফোর্সসহ অভিযান চালিয়ে ২ নং পশ্চিম জাফলং ইউনিয়ন এর অন্তর্গত দক্ষিণ প্রতাপপুর (ঢালারপাড়) এলাকা থেকে মো. মিজানুর রহমানের (৬০) বাড়ির উঠানের পূর্ব পাশে সবজি বাগান হতে ৬টি গাজার গাছ উদ্ধার করেন।
গাঁজার গাছ উদ্ধারের পর মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গোয়াইনঘাট থানার মামলা নং-৬(০৫)২৩ দায়ের করা হয়েছে।