Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বানিয়াচংয়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
হবিগঞ্জের বানিয়াচংয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার বেলা সোয়া ১১টার দিকে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ সংঘর্ষ হয়।

স্থানীয় জানা যায়, ঈদের দিন বিকেলে উপজেলার জাতুকর্ণ পাড়ার গোড়াইন হাটির এলাকার ধলাই মিয়ার ছেলে মোজাক্কির মিয়া ও ঠাকুর পাড়ার শামীম আহমেদের ছেলে জীবনের মধ্যে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ঝগড়া হয়।

এর জের ধরে রোববার দুই এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ২০ জন আহত হন।

পরে পুলিশ ও স্থানীয় মুরুব্বিদের চেষ্টায় সংঘর্ষ থামে। আহতদের জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে। তবে সংঘর্ষ পরবর্তী সহিংসতা এড়াতে বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Exit mobile version