Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বানের পানিতে ডুবে দুই ভাইসহ ৬ জনের মৃত্যু

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: কক্সবাজারের রামু ও উখিয়া উপজেলায় পাহাড়ি ঢলে সৃষ্ট বানের পানিতে ডুবে দুই ভাইসহ ছয়জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় দুই ভাই ও দিনের বিভিন্ন সময়ে অন্যরা মারা যায়।

রামুতে নিহতরা হল- রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের চালইন্যা পাড়ার কামাল হোসেনের ছেলে মো. শাহিন (১০) ও মো. ফাহিম (৮)।

ফতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল আলম জানান, বানের পানিতে রামুর অধিকাংশ এলাকা ডুবে গেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে নানা বাড়ি নিরাপদ আশ্রয়ে যাচ্ছিল শাহিন ও ফাহিম। পথিমধ্যে প্রবল স্রোতে তারা ভেসে গিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা বিকালে তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

রামু থানার ওসি এম লিয়াকত আলী তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম ও রামু উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাজান আলী ঘটনাস্থল পরিদর্শন করে শোকাহত পরিবারের সহযোগিতার আশ্বাস দেন।

অপরদিকে, বন্যার স্রোতে ভেসে গিয়ে ও পাহাড়ের মাটি চাপায় উখিয়ায় নারীসহ চারজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি গ্রামের জাফর আলমের মেয়ে সামিরা আকতার (১৪), পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়ার সরওয়ার আলমের ছেলে রাব্বী (৭), রত্নাপালং ইউনিয়নের সাদৃকাটা গ্রামের মৃত আবুল হোছেনের ছেলে কামাল উদ্দিন (৬০), একই ইউনিয়নের মধ্যমরত্না গ্রামের মৃত অমূল্য বড়ুয়ার ছেলে ইতুন বড়ুয়া (১৫)।

এদের মাঝে রাব্বী বুধবার রাতে বাড়িতে পাহাড়ের মাটি চাপায় মারা যান। বাকিরা বানের পানিতে ভেসে গিয়ে প্রাণ হারান বলে জানান উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন।

Exit mobile version