Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বান্দরবনে পাহাড়ি ঝরনা দেখতে গিয়ে জগন্নাথপুরের শিক্ষা কর্মকর্তার ছেলেসহ দুই পর্যটক নিখোঁজ

 

বান্দরবান প্রতিনিধি: বান্দরবনে পাহাড়ি ঝরনায়

বেড়াতে গিয়ে দু’জন পর্যটক নিখোঁজ হয়েছেন। তাদের একজন জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন এর একমাত্র ছেলে  নৌবাহিনীর সেকেন্ড লে. মোঃ সাইফুল্লাহ (২৪) ও তার বান্ধবী বেসামরিক শিক্ষার্থী জান্নত মজুমদার।

 

শনিবার রাতে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নতুনপাড়াস্থ তিনাপ ঝরনা এলাকা থেকে তারা নিখোঁজ হন।

রবিবার সকালে পর্যটক টিমের অন্য সদস্যদের মাধ্যমে খবর পেয়ে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ করছে নিরাপত্তা বাহিনী ও পুলিশ। এই সংবাদ লেখা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায় নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৯ জুন) সকাল ৭ টায় মিলিটারি ইন্সটিউট অব সায়েন্স এন্ড ট্যাকনোলজি (এমআইএসটি)-এর প্রকৌশল শিক্ষা ইন্সটিউটের ৬ পর্যটক জেলার রোয়াংছড়িতে অবস্থান করেন। সেখান থেকে দুপুরে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নে তিনাপ ফলস ঝরনা দেখতে যান। ঝরনা দেখার পর বিকাল ৬ টার দিকে ৬ পর্যটক রোয়াংছড়ি ফেরার পথে নদীর পানির স্রোতে পড়েন।

এ সময় ৪ জন গাছের শিকড়ের সাথে জড়িয়ে থাকলেও বেসামরিক শিক্ষার্থী জান্নাত মজুমদার (১৮) পানিতে ভেসে যাচ্ছেন দেখে তাকে উদ্ধারে

নৌবাহিনীর সেকেন্ড লে. মো. সাইফুল্লাহ (২৩) এগিয়ে গেলে দুজনই নদীর পানিতে ভেসে যান।

রবিবার সকালে গাছের সাথে আটকে থাকা পর্যটক লে. তৌকির, লে. মোনায়েম, সাব-লে. আশিক ও তাদের বন্ধু আবু সাঈদ ঘটনাস্থল থেকে ফিরে রোয়াংছড়ি থানা ও স্থানীয় রনি পাড়া আর্মি ক্যাম্পে জানালে নিরাপত্তা বাহিনী ও পুলিশ নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।

নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে রুমা থানা অফিসার ইনচার্জ আবুল কাশেম চৌধুরী জানান, নিখোঁজদের উদ্ধারে তিনাপ ঝরনা এলাকায় তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

এদিকে জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের একমাত্র ছেলে নিখোঁজের খবর জগন্নাথপুরে এসে পৌঁছলে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি শিক্ষক সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শিক্ষা কর্মকর্তা কে শানন্তা  জানাতে উপজেলা পরিষদের বাসায়  ছুঁটে যান।এবং তাৎক্ষণিক ভাবে তাকে বাড়িতে পাঠানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের সন্ধান মিলেনি।

 

 

Exit mobile version