Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বাল্যবিয়ের দায়ে বর, কনের বাবা,কাজীসহ গ্রেফতার ১৩

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::

টাঙ্গাইলের গোপালপুরে বাল্যবিয়ের দায়ে বর, কনের পিতা,ভাই ও কাজীসহ ১৩ জনকে গ্রেফতার করেছে গোপালপুর থানা পুলিশ।

এ ঘটনায় বাল্যবিয়ে নিরোধ আইনে থানায় একটি মামলা দায়ের করে শনিবার দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

গোপালপুর থানার এসআই মো.আবদুল হান্নান মামলার বরাত দিয়ে জানান,গোপালপুর পৌরশহরের ডুবাইল গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে মিতুর (১৬) সঙ্গে নগদাশিমলা ইউনিয়নের জোতবাগল গ্রামের মো.আলমের ছেলে মুন্নার গত সোমবার সন্ধ্যায় ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে সম্পন্ন হয়।

গত শুক্রবার রাতে শহরের নন্দনপুর ভূয়ারচক কাজী অফিসে বিয়ের কাবিননামা রেজিস্ট্রি করার জন্য উভয় পক্ষের অভিভাবকসহ আত্মীয়স্বজনরা উপস্থিত হন।

খবর পেয়ে উপজেলা মহিলাবিষয়ক অধিদফতরের হিসাবরক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার মো.আবু জাফর মিজি উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা শারমিনের অনুমতিতে থানা পুলিশের সহযোগিতায় রাত ৮টার দিকে কাজী অফিসে উপস্থিত হন।

এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয় নিকাহ রেজিস্ট্রার কাজী মো. নাজমুল (৫৫), বর মুন্না, মুন্নার পিতা মো. আলম,,আত্মীয় দুলাল উদ্দিন, মো. মিলন, মো. জামাল বাদশা,কনের বাবা মোহাম্মদ আলী, কনের ভাই আমিনুল ইসলাম, আত্মীয় মো. আবদুল হামিদ, মো. আবদুল খালেক, মনিরুল ইসলাম, নুরুল ইসলাম ও মো.সেলিমকে গ্রেফতার করে থানায় নিয়ে যান।

এ ঘটনায় শনিবার বাল্যবিয়ে নিরোধ আইনে গোপালপুর থানায় একটি মামলা দায়ের করে দুপুরের দিকে তাদের আদালতে পাঠানো হয়।

Exit mobile version