Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বাল্যবিয়ে করতে গিয়ে কারাগারে

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বাল্যবিয়ে করতে গিয়ে কারাগারে গেলেন বর মাসুদ মিয়া। গত রোববার রাতে হালুয়াঘাটে বর মাসুদ মিয়াকে (২৭) সাতদিনের কারাদ ের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন।

পুলিশ জানায়, সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটের স্বদেশি ইউনিয়নে বাউশা গ্রামে গত রোববার রাতে কুমুরিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে ফুলপুর উপজেলার চকনগুয়া গ্রামের আশরাফ আলীর ছেলে মাসুদ মিয়ার বিয়ের আয়োজন করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং বিয়ের আসর থেকে বর মাসুদ মিয়াকে আটক করেন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে কনের বাবা মফিদুল ইসলাম পালিয়ে যান। পরে মাসুদ মিয়াকে বাল্য বিবাহ আইনে ১৮২৯/৪ ধারায় সাত দিনের কারাদণ্ড

দেওয়া হয়। এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

হালুয়াঘাট থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান, ভ্রাম্যমাণ আদালতের রায় অনুযায়ী বর মাসুদ মিয়াকে গতকাল সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে।

Exit mobile version