Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বাসুদেব মন্দিরে নামযজ্ঞানুষ্ঠানে ধর্মসভা ও গুনীজন সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:; বিশ্বশান্তি কল্পে দেশ ও সকল জীবের শান্তি কামনায় জগন্নাথপুর উপজেলা সদরের শ্রী শ্রী বাসুদেব জিউর শ্রীমন্দির প্রাঙ্গনে শুরু হয়েছে ষোল প্রহর ব্যাপী বার্ষিক নামযজ্ঞানুষ্ঠান। শনিবার শুভ অধিবাশের মধ্যে দিয়ে শুরু হয় ১৬ প্রহর ব্যাপী বার্ষিক নামযজ্ঞানুষ্ঠান। দুপুরে ধর্মসভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবীণ শিক্ষক নয়ন রঞ্জন বণিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যাপক পরিমল কান্তি দে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত জ্যেষ্ট কর্মকর্তা সুমেশ চন্দ্র গোপ, যুব উন্নয়ন অধিদপ্তরের যুগ্ম সচিব শিশির কুমার রায়,অধ্যাপক ননী গোপাল দাস, জগন্নাথপুরের বিশিষ্ট ধর্মানুরাগী ও সমাজসেবক ডাঃ দিব্য রঞ্জন দে, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্র কুমার দে, নামযজ্ঞানুষ্ঠানের উপদেষ্ঠা বিনয় ভূষন বণিক, বাবুল চন্দ্র দে।

নামযজ্ঞনুষ্ঠান উদযাপন পরিষদের সভাপতি প্রনব কুমার বণিক ও সেক্রেটারী শশী কান্ত গোপের যৌথ পরিচালনায় পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিজন কুমার দে। আলোচনাসভায় গুনীজন সংবর্ধনা প্রদান করা হয়। ষোল প্রহরব্যাপী বার্ষিক এই নামযজ্ঞানুষ্ঠানে দেশের বিভিন্নস্থানের বিশিষ্ট কীর্তনীয়া দল কীর্তন পরিবেশন করবেন।

Exit mobile version