Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিএনপি আন্দোলনে যাবে : মির্জা ফখরুল

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের গণতন্ত্র রক্ষায় আন্দোলনে যাবে বিএনপি। কারণ বিএনপিই সেই দল যে দলটি দেশের সকল সংকটময় মুহূর্তে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংকট সমাধানে প্রচেষ্টা চালিয়েছে। গণতান্ত্রিক অধিকার যদি আদায় করতে চান তাহলে সংগ্রামের কোনো বিকল্প নেই। সেজন্য দলের সকল সংগঠন ও অন্যান্য রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে।’

শনিবার দুপুরে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী সমির উদ্দিন কলেজ মাঠে উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘অতীতে এরশাদ ও আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন করে তাদের সরিয়েছি, স্বাধীনতা অর্জন করেছি। ঠিক তেমনি আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে এই স্বৈরাচারী সরকারকে বিদায় করতে হবে।’

তিনি বলেন, ‘সীমান্তে মানুষকে পাখির মতো গুলি করে মারা হলে তার কোনো বিচার নেই। এ নিয়ে বর্তমান সরকারের কোনো মাথাব্যথা নেই।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘আমরা মুক্ত স্বাধীন থাকতে চাই। নিজের ভাগ্য ও নিজের পায়ে দাঁড়াতে চাই। এ শপথ নিতে হবে। জাতীয় ঐক্য তৈরি করে আমাদের অধিকার আদায় করে নিতে হবে। এছাড়া জোর করে যারা ক্ষমতায় বসে আছেন তাদের পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

বিএনপির সিনিয়র এ নেতা আরো বলেন, ‘আজ পর্যন্ত আওয়ামী লীগ সরকার কোনো চুক্তির কথা জনগণকে জানায়নি। অথচ এটা সংবিধানে স্পষ্ট বলা আছে, কিন্তু তারা সেটা মানে না।’

মির্জা ফখরুলের দাবি, ‘চুক্তির বিষয়ে আওয়ামী সুষ্পষ্টভাবে এদেশের সংবিধান লঙ্ঘন করেছে। তার জন্য আওয়ামী লীগের বিচার হওয়া উচিৎ।’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, বিএনপি নেতা ওবায়দুল্লাহ মাসুদ, সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী।

এ সময় অন্যদের মধ্যে পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, পৌর বিএনপি নেতা মো. সামসুজ্জোহা, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মহেবুল্লাহ আবু নুরসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version