স্টাফ রিপোর্টার:- বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশন (বিকেএ) কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি ২০২৪ এর ফলাফল প্রকাশ ও কৃতি শির্ক্ষর্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বিকেএ এর তথ্য অনুযায়ী সারা দেশে প্রথম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত প্রায় ২লক্ষ শিক্ষার্থী বৃত্তি পরিক্ষায় অংশগ্রহন করে। তারমধ্যে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারে অবস্থিত একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল এ সাদেক ইন্টারন্নল একাডেমির ৬ জন শির্ক্ষার্থী অংশগ্রহন করে তিন জনই মেধাবৃত্তি লাভ করে। শিক্ষর্থীরা হলেন আরিয়ান হোসেন, শরিফা জান্নাত হুমায়রা ও আরাফাত রহমান।
১৮ই অক্টোবর বিকেএ সুনামগঞ্জ জেলা শাখা সভাপতি মিসলুর রহমান এর সভাপতিত্বে রাণীগঞ্জ মডেল কিন্ডার গার্ডেন স্কুলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিস জগন্নাথপুর উপজেলার ইউআরসি ইন্সপেক্টর মুস্তফা আহসান হাবিব।
সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির প্রিন্সিপাল মু. জামাল হুসাইন বলেন, সদ্য প্রতিষ্টানটি আর্ন্তজাতিক মান বজায় রেখে শিশুদের পাঠদান দিতে বদ্ধ পরিপূরক। শিক্ষার্থীরা তাদের মেধা দিয়ে সারা দেশ ব্যাপী ছাত্র/ছাত্রীদের সাথে প্রতিযোগিতা করে ভাল ফলাফল অর্জন করে প্রথম বছরই চমক দেখিয়েছে। আমি শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।