Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিদ্যুতের আলোয় আলোকিত হল স্বজনশ্রী-ইসমাইলচক গ্রাম

অাজিজুর রহমান আজিজ:: অনেক দিনের স্বপ্ন ছিল, কবে অন্ধকার কেটে আলোকিত হবে গ্রাম। অবশেষে আলোকিত হলে জগন্নাথপুরের প্রত্যন্ত অঞ্চলের দু’টি গ্রাম। শনিবার উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী ও ইসমাইল চক গ্রামে পল্লী বিদ্যুতের সংযোগ দেয়া হয়েছে। বিকাল তিনটায় আনুষ্টানিকভাবে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। এ উপলক্ষে স্থানীয় স্বজনশ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তার সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম, এ মান্নান বলেন, আগামী তিন বছরের মধ্যে সারাদেশের প্রতিটি গ্রামে বিদ্যুতায়ন করা হবে। আর জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জে দেড় বছরের মধ্যে সব গ্রামে বিদ্যুৎ যাবে। তিনি বলেন, শেখ হাসিনার সরকার বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে অতীতের সকল রের্কড ভেঙ্গে আলোকিত বাংলাদেশ গঠনে কাজ করছে। তিনি বলেন, সরকারী অর্থায়নে ঘরে ঘওে বিদ্যুৎ দেয়া হচ্ছে। বিদ্যুতের নামে কাউকে টাকা না দিতেও তিনি আহ্বান জানান। সভায় স্বাগত বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলার পল্লী বিদ্যুত সমিতির জি.এম সোহেল পারভেজ। অনুষ্টানে উপস্থিল ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবজিৎ সিংহ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহকারী জি,এম (সদস্য সেবা) মৃনাল কান্তি চৌধুরী, সুনামগঞ্জ জেলার পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক আশিকুর রহমান আশিক, চিলাউড়া হলদপিুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ আলী, পাইলগাও ইউনিয়নের চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, উপজেলা আওয়ামলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম মশাহিদ,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর, যুবলীগ সভাপতি সুজাদ মিয়া, ইউপি সদস্য নুরুল হোসেন প্রমুখ। উল্লেখ্য পল্লী বিদ্যুৎ সুনামগঞ্জ দপ্তরের বাস্তবায়নে ১কোটি ৯৮ লাখ টাকা ব্যায়ে প্রায় চারশত গ্রামে বিদ্যুতের সংযোগ দেয়া হয়।

Exit mobile version