স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎপৃষ্টে রাহেনা বেগম (৪২) নামের ৪ সন্তানের এক জননীর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওই গৃহবধূ উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোনা গ্রামের আব্দুল কাদিরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার সন্ধ্যায় বসত বাড়ির রান্না ঘরে কাজ করছিলেন রাহেনা বেগম। এসময় অসাবধানতা বশত জানালার গ্রিলের পাশে বিদ্যুতের তারে হাত লাগায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান ওই গৃহবধূ। তিনি ৪ সন্তানের জননী।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শুক্রবার দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।