Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিনম্র শ্র্রদ্ধা ভালবাসায় সুনামগঞ্জের প্রিয় মানুষ সুরেশ দাসকে বিদায়- শহীদ মিনারে মানুষের ভিড়

বিশেষ প্রতিনিধি
১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাক হায়েনাদের গণহত্যাযজ্ঞের স্বাক্ষী মুক্তিযুদ্ধের সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. সুরেশ চন্দ্র দাসকে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে আইনজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংস্কৃতিকর্মী, সরকারী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমবেত হন। সকাল ১০ টায় তাকে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হলে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় তাঁকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। পরে শহরের কেন্দ্রীয় শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান, আওয়ামী লীগের পক্ষ থেকে অ্যাড. আপ্তাব উদ্দিনসহ দলীয় নেতৃবৃন্দ, জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক অ্যাড.শেরেনুর আলীসহ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার নুরুল মোমেনসহ নেতৃবৃন্দ, সিপিবি’র সভাপতি চিত্ত রঞ্জন তালুকদার-সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমদসহ দলীয় নেতৃবৃন্দ, জাসদ সভাপতি আতম সালেহ্সহ দলীয় নেতৃবৃন্দ, অ্যাড. মতিউর রহমান পীরের নেতৃত্বে রেডক্রিসেন্টের সংগঠকরা, নৃপেশ তালুকদার নানুর নেতৃত্বে পূজা উদযাপন পরিষদ,
মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্যসহ সংগঠনের নেতৃবৃন্দ, জেলা উদীচী’র সভাপতি বিজন সেন রায় ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ সংস্কৃতি কর্মীরা, বিকাশ কান্তি দে ও সাজিদুর রহমানের নেতৃত্বাধীন পৌর আওয়ামী লীগ, নুরুল ইসলাম বজুল ও সবুজ কান্তি দাসের নেতৃত্বে জেলা যুবলীগ, দীপক ঘোষের নেতৃত্বে হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠন।
এছাড়া শহীদ মিনারে আলাদা আলাদাভাবে তাকে এক নজর দেখা ও শ্রদ্ধা জানাতে আসেন- লেখক ও আইনজীবী স্বপন কুমার দেব, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হুমায়ুন মঞ্জুর চৌধুরী, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, ধূর্জটি কুমার বসু, যোগে¦শ্বর দাস, রমেন্দ্র কুমার দে মিন্টু, অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সোহেল রমেন্দ্র ভট্টাচার্য, মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম, সুখেন্দু সেন, অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, অ্যাড. প্রণব কান্তি দাস, অ্যাড. শুকুর আলী, অ্যাড. আব্দুল ওদুদ, অ্যাড, মাহবুবুল হাছান শাহীন, অ্যাড. রওনক আহমদ, প্রথম আলো’র প্রতিনিধি অ্যাড. খলিল রহমান, অ্যাড. আনোয়ার হোসেন, শীলা বসু প্রমুখ।
শেষে রাষ্ট্রীয় সম্মান জানানোর পর শহরের ধোপাখালি শ্মশানঘাটে প্রয়াত সুরেশ দাসের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।
অ্যাড. সুরেশ দাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা থাকা অবস্থায় ১৯৬৯’এর গণঅভ্যুত্থানের আন্দোলনে প্রথম সারির ছাত্রনেতা ছিলেন।
১৯৭১ সালের ২৫ শে মার্চ পাকিস্তানী হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বর্বরোচিত গণহত্যা চালিয়ে কয়েক’শ ছাত্র শিক্ষক কর্মচারীকে নির্মমভাবে হত্যা করে। ঐ হত্যাকা- থেকে যে কয়েকজন ভাগ্যবান বেঁচে গিয়েছিলেন এর মধ্যে সুরেশ চন্দ্র দাস তাঁদের একজন। ৭১ এর উত্তাল মার্চে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের জগন্নাথ হল শাখার সভাপতি এবং একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন সুরেশ চন্দ্র দাশ। সুত্র সুনামগঞ্জের খবর

Exit mobile version