Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিমান ভ্রমণে ফটো আইডি বাধ্যতামূলক

জগন্নাথপুর টুযেন্টিফোর ডটকম ডেস্ক :: এবার থেকে আন্তর্জাতিক ভ্রমণের পাশাপাশি বিমান বাংলাদেশসহ যেকোনো বিমানের অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণে ফটো আইডি বাধ্যতামূলক করা হয়েছে।

বুধবার সিভিল এভিয়েশন অথোরিটি এ সিদ্ধান্তের কথা জানায়।

সিভিল এভিয়েশন অথোরিটি বাংলাদেশের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী স্বাক্ষরিত এ বিষয়ক একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশের ভেতর যেকোনো অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণের জন্য বোর্ডিং পাস পেতে জাতীয় পরিচয়পত্র বা অন্য যেকোনো ফটোআইডির কপি জমা দিতে হবে।

তবে যাদের বয়স ১৮ বছরের নিচে তাদের ক্ষেত্রে অন্য যেকোনো ফটোআইডি কার্ড জমা দিতে হবে।

এছাড়া প্রাপ্তবয়স্কদের কারও কাছে জাতীয় পরিচয়পত্র না থাকলে সেক্ষেত্রে তারা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি বা কোনো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইডি কার্ডের কপি জমা দিতে পারবেন।

Exit mobile version