Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিশিষ্ট রাজনীতিবিদ হরমুজ আলীর কবিতা-অমাবস্যা সময়

অমাবস্যা সময়

মোহাম্মদ হরমুজ আলী

অমাবস্যার নিগূঢ় অন্ধকার যতো না কালো তারচেয়েও ভয়ংকর কিছু আমাকে তাড়িয়ে বেড়ায় আজকাল,
রক্ত হিম করা এক ধরনের ভয়তো আছেই তার উপর আছে আরো কিছু যা ইন্দ্রিয় ভেদ করে অস্তিত্ব নাড়িয়ে দেয়।
অবয়বহীন অথচ কী নির্দয় জগদ্দল পাথরের মতো বসে থাকে ঠিক হৃদপিন্ডের মাঝখানটায়,
অব্যক্ত ছটফটানিতে কাবু আমি কেবলই গড়াগড়ি খাচ্ছি বৃত্তাকার।
চিরচেনা সবকিছুই যে যার মতো সরে যাচ্ছে অগম্য দুরত্বে, চাইলেও ছুঁইতে পারিনা আমি।
নিদারুণ যন্ত্রণা থেকে মুক্তির প্রচলিত পথে হেঁটেছি ক্লান্তিহীন,
না সমাজ- না রাজনীতি- না ধর্মালয়
কেউই বুকে নিচ্ছেনা নিরবচ্ছিন্ন উষ্ণতায় ;
লাভ হয়নি কোনো!
জীবন, সেতো নয় শুধু প্রেয়সীর ঘনো চুল বিলি করে মেধহীন গ্রীবায় চুমু খাওয়া, কিংবা টানবাজারের অনুচ্চ-বক্ষ কিশোরীর ভাবলেশহীন চাহনির তোয়াক্কা না করে দলিত মথিত করা!
পাহাড়সমান বৈভবের স্বপ্ন যেমন আমাকে কাতর করেনি, ক্ষমতার দাপটের আকাঙ্ক্ষাও অংকুরিত হয়নি মনে।
নিজের জন্য বাঁচা কিংবা নিজেকে নিয়ে বাঁচা যে আদৌ বাঁচা নয় তা বিশ্বাসে ছিলো আজন্ম ;
তারপরও কষ্টের নীল রঙ গাঢ় হচ্ছে বাধভাঙ্গা তীব্রতায় ;
আমিতো পূর্ণিমার মানুষ বলেই নিজেকে জানতাম,
আমাকে নিয়ে অমাবস্যার এমন নিষ্ঠুর হেঁয়ালি কেনো?
নাকি নিজেকে চেনার ভুল ছিলো গোড়াতেই,
জানিনা!

Exit mobile version