Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিশ্বনাথের রামপাশায় উপনির্বাচন ২৮ ডিসেম্বর

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ২৮ ডিসেম্বর।

সোমবার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে জেলা নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭ নভেম্বর, বাছাইয়ের শেষ তারিখ ২৯ নভেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর ধার্য করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারোয়ার।

জানা গেছে, সরকারি বরাদ্দ ভাগ-ভাটোয়ারা নিয়ে ৩ জুলাই রামপাশা ইউনিয়ন পরিষদের হলরুমে চেয়ারম্যান মো. আলমগীর ও প্রতিপক্ষ ইমাম উদ্দিন মেম্বারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মধ্যস্থতাকারী ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য তাজ উল্লাহ নিহত হন। ফলে ওই ওয়ার্ডের সদস্য পদটি শূন্য হওয়ায় পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

Exit mobile version