Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিয়ানীবাজার পৌরএলাকায় রাত ৮টা থেকে যানচলাচল বন্ধ

জগন্নাথপুর টুযেন্টিফোর ডটকম ডেস্ক :: বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন পৌরসভা এলাকায় সোমবার রাত ৮টা পর থেকে সাধারণ যানবাহন চলাচল বন্ধ থাকে। নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

পৌরসভা নির্বাচন এলাকায় শুধু দূরপাল্লার যানগুলো প্রধান সড়কে চলাচল করবে। তবে বিয়ানীবাজার পৌর শহরের সাথে যোগাযোগকৃত আঞ্চলিক সড়কগুলোতে নির্দিষ্ট সময় পর্যন্ত কোন ধরনের যান চলাচল করতে পারবে না।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিয়ানীবাজার চন্দপুর, বিয়ানীবাজার শিকপুর, মরাদগঞ্জ-গডাউন-বারইগ্রাম সড়ক, মোকামরোড-তাজপুর সড়ক, শহীদ টিলা কাজিরবাজার সড়কসহ সকল আঞ্চলিক সড়কের সাধারণ যানবাহন চলাচল বন্ধ থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মু: আসাদুজ্জামান বলেন, পৌরসভার নির্বাচন পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ব্যবস্থা নেয়া হয়েছে। আশা করি সকলের সহযোগিতায় সকল পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

উল্লেখ্য, বিয়ানীবাজার পৌরসভার ২৫ হাজার ২৪ জন ভোটার এবার প্রথমবারের মতো পৌর নির্বাচনে ভোট প্রদান করবেন। এ পৌরসভায় পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটার ১৬৪ জন বেশি। পুরুষ ভোটার ১২ হাজার ৪শত ৩ জন এবং মহিলা ভোটার ১২ হাজার ৫শত ৯৪ জন। ওয়ার্ডভিত্তিক ভোটারের মধ্যে সবচেয়ে বেশি ভোট ৬ নং ওয়ার্ডে। ভোট সংখ্যা ৩ হাজার ৭শত ৭১ ভোট।

Exit mobile version