Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বৃটেনে কাউন্সিলর নির্বাচিত হলেন সুনামগঞ্জের রাহনুমা

জগন্নাথপুর২৪ ডেস্ক::
যুক্তরাজ্যের সিফোর্ড টাউন কাউন্সিল নির্বাচনের দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জে মেয়ে রাহনুমা হায়দার চৌধুরী। গত ২ মে সিফোর্ড টাউস্টাফ রিপোর্টার
যুক্তরাজ্যের সিফোর্ড টাউন কাউন্সিল নির্বাচনের দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জে মেয়ে রাহনুমা হায়দার চৌধুরী। গত ২ মে সিফোর্ড টাউন কাউন্সিলের এই র্নিবাচন হয়।
রাহনুমা চৌধুরী দীর্ঘদিন ধরে সপরিবারে যুক্তরাজ্যে আছেন এবং সেখানে লিবারেল ডেমোক্রেটিক পার্টির রাজনীতিতে যুক্ত। রাহনুমা চৌধুরী সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের সোয়াতিয়র গ্রামের প্রয়াত রকিব উদ্দিন চৌধুরী ও সালেমা চৌধুরীর মেয়ে এবং সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু আবদুল্লাহ চৌধুরী মাসুদের বড় বোন।
রাহনুমা চৌধুরীর স্বামী আলী হায়দার একই টাউন কাউন্সিলে একবার
নির্বাচিত কাউন্সিলর ছিলেন। আলী হায়দারের বাড়ি সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর এলাকায়। রাহনুমা চৌধুরী ও আলী হায়দারের তিন ছেলে, তাঁরাও যুক্তরাজ্যে বসবাস করেন এবং সেখানে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।ন কাউন্সিলের এই র্নিবাচন হয়।
রাহনুমা চৌধুরী দীর্ঘদিন ধরে সপরিবারে যুক্তরাজ্যে আছেন এবং সেখানে লিবারেল ডেমোক্রেটিক পার্টির রাজনীতিতে যুক্ত। রাহনুমা চৌধুরী সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের সোয়াতিয়র গ্রামের প্রয়াত রকিব উদ্দিন চৌধুরী ও সালেমা চৌধুরীর মেয়ে এবং সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু আবদুল্লাহ চৌধুরী মাসুদের বড় বোন।
রাহনুমা চৌধুরীর স্বামী আলী হায়দার একই টাউন কাউন্সিলে একবার
নির্বাচিত কাউন্সিলর ছিলেন। আলী হায়দারের বাড়ি সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর এলাকায়। রাহনুমা চৌধুরী ও আলী হায়দারের তিন ছেলে, তাঁরাও যুক্তরাজ্যে বসবাস করেন এবং সেখানে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।

Exit mobile version