Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বেক্সিট ইস্যুতে ইইউ’কে ৪০০০ কোটি পাউন্ড প্রস্তাব করবে বৃটেন

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::ব্রেক্সিট ইস্যুতে ইউরোপীয়ান ইউনিয়নের সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু হলে ‘ডিভোর্স বিল’ বা বিচ্ছেদ বিল বাবদ ৪০০০ কোটি পাউন্ড দেয়ার প্রস্তাব করবেন বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। সোমবার রাতে মন্ত্রীপরিষদের গুরুত্বপূর্ণ সভায় এ প্রস্তাবে একমত হয়েছেন সবাই। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন থেকে বৃটেনকে বের করে আনার জন্য পথ পরিষ্কার করেছেন তেরেসা মে। ব্রেক্সিট আলোচনা নিয়ে যে অচলাবস্থার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেক্ষেত্রে অগ্রগতি হয়েছে। ব্রাসেলসকে বৃটেন আর্থিক বাধ্যবাধকতার অংশ হিসেবে এর আগে যে অংক ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছিল তা প্রায় দ্বিগুন করতে সম্মত হন সোমবার রাতের বৈঠকে উপস্থিত গুরুত্বপূর্ণ মন্ত্রীরা।
এর মাধ্যমে তেরেসা মে বুকে অনেক বড় সাহস পেলেন। মন্ত্রীদের সঙ্গে এদিন তেরেসা মে একমত হন যে, গ্রহণযোগ্য পটপরিবর্তন ও মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়টি নিশ্চিত করতে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে।

Exit mobile version