Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বেলজিয়ামে কাউন্সিলর হলের বাংলাদেশী শায়লা

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বেলজিয়ামের একটি শহরে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শায়লা শারমীন। ১৪ অক্টোবর ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, শায়লা শারমীন বেলজিয়ামের এন্টোয়রপেন জেলা পরিষদ ও মিউনিসিপ্যালিটি নির্বাচনে বিদেশী অধ্যুষিত এলাকায় ওয়ার্কার্স পার্টির মনোনয়নে নির্বাচন করেন।

শায়লা রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনেও সফলতার সাথে কাজ করে আসছেন। স্থানীয় নাগরিকসহ সব দেশের নাগরিকদের কাছে বেশ জনপ্রিয় তিনি।

বরিশালের মেয়ে শায়লা। তিনি স্বামী জাহিদুল ইসলাম ও একমাত্র পুত্র সায়মনকে নিয়ে এন্টোয়রপেনে বসবাস করছেন। ১৫ বছর পূর্বে ব্যবসায়ী স্বামী জাহিদুল ইসলামের সূত্রেই বেলজিয়ামে যান তিনি।
সুত্র কালের কণ্ঠ

Exit mobile version