1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ব্রিটেনে এমন সুন্দর দিন খুব কমই হয় - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৪৮ অপরাহ্ন

ব্রিটেনে এমন সুন্দর দিন খুব কমই হয়

  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০১৫
  • ৫৯৪ Time View

আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে:: ব্রিটেনে এমন সুন্দর দিন খুব কমই হয়। রৌদ্রউজ্জ্বল ঝলমলে সকাল, ব্রিটেনের ৫৬ তম পার্লামেন্ট নির্বাচনের দিন। ১২১৫ সালের ম্যাগনা কার্টা চুক্তির মাধ্যমে শুরু হওয়া গণতন্ত্রের ৮০০ বছরের যাত্রাপথ। দীর্ঘ নির্বাচনী ইতিহাসে এই প্রথম চরম প্রতিদ্ধন্ধিতাপূর্ণ লড়াইয়ের ইঙ্গিত দিয়ে বিশ্বব্যাপী আলোচনায় উঠে আসা এবারের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় হয়েছে স্থানীয় সময় সকাল ৭ টায়। রাত ১০ টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্থ আয়ারল্যান্ডের ৫০ হাজার ভোটকেন্দ্রে একযোগে শুরু হয় এ ভোটগ্রহণ। এবারের জাতীয় নির্বাচনে পাঁচ কোটি নিবন্ধিত ভোটার ৩ হাজার ৯শ’ ৭১ জন প্রার্থীর মধ্যে থেকে হাউজ অব কমন্সের ৬শ’ ৫০টি আসনে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে পাঁচশ’ ৩৩টি আসনেরই প্রতিনিধি নির্বাচন করবেন ইংল্যান্ডের জনগণ। বাকি আসনগুলোর ৫৯টিতে স্কটল্যান্ড, ৪০টিতে ওয়েলস ও ১৮টিতে নর্দার্ন আয়ারল্যান্ডের প্রতিনিধি নির্বাচিত হবেন। রাত ১১ টায় শুরু হবে গণনা। এছাড়া একই দিন ৯ হাজারের বেশি কাউন্সিল আসনের প্রতিনিধিসহ বেলফোর্ড, কোপল্যান্ড, লাইসেস্টার, ম্যানসফিল্ড, মিডিলসবোরো ও টরবে’র মেয়র নির্বাচনেও ভোটাধিকার প্রয়োগ করবেন গ্রেট ব্রিটেনের নাগরিকেরা। ভোটগ্রহণ চলবে রাত ১০টা পর্যন্ত। শেষ সময়ের মধ্যে যেসকল ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত হবেন, তাদের সবাই ভোট দিতে পারবেন বলে জানানো হয়েছে ব্রিটিশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ইতোমধ্যে লেবার লিডার এড মিলিব্যান্ড, ইউকিপ লিডার নাইজেল ফারাজ, গ্রীন পার্টি লিডার নাটালি বানেট, এসএনপি লিডার নিকোলা ও কনসারভেটিব লিডার ডেভিড ক্যামরন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এই প্রথম ১২ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটেনের পার্লামেন্টে লড়ছেন বিভিন্ন দলের হয়ে। বাংলাদেশি বংশোদ্ভূত আলোচিত প্রার্থী রোশনারা আলী, টিউলিপ সিদ্দিকী, রুপা হক, মিনা রহমান ইতিমধ্যে তাঁদের নিজ নিজ নির্বাচনী এলাকায় ভোটাধিকারা প্রয়োগ করেছেন।

এবার অপেক্ষার পালা ইতিহাস রচনা করে কয়জন বাঙালি প্রার্থী নির্বাচিত হতে পারেন। ইংল্যান্ডের গীর্জা, ক্লাবঘর, এমনকি লণ্ড্রীর দোকান ও ব্যবহৃত হচ্ছে ভোট সেন্টার হিসাবে। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৪ টা থেকে ভোট গণনা শুরু হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com