Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বড়পুকুরিয়ায় ট্রেন-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লালখনি লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে বিপ্লব নামে একজন নিহত হয়েছেন।

এ ঘটনার পর থেকে পার্বতীপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকে।

বৃহস্পতিবার ভোরে বড়পুকুরিয়া লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

পার্বতীপুর জিআরপি থানার ওসি মীর মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, ভোর ৫টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর যাচ্ছিল।

এ সময় ট্রেনটি বড়পুকুরিয়া লেভেল ক্রসিংয়ে পৌঁছালে আটকেপড়া একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনার পর থেকে পার্বতীপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকে।

এতে ঘটনাস্থলেই বিপ্লব নামে এক কাভার্টভ্যানচালকের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন আরও একজন।

পার্বতীপুর জিআরপি থানার ওসি মীর মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, এ ঘটনার পর থেকে পার্বতীপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল ৯টার দিকে দুর্ঘটনা কবলিতরয়েছে।

পার্বতীপুর রেলস্টেশন মাস্টার জানান, এ ঘটনার পর থেকে পার্বতীপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল ৯টার দিকে দুর্ঘটনাকবলিত যানবাহন সরানো হলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Exit mobile version