Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ভাতা দিয়ে সংসার ও তিন মেয়ের লেখাপড়া চলে মুক্তিযোদ্ধা ধীরেন্দ্র দাশের

স্টাফ রিপোর্টার::ভাতাই একমাত্র ভরসা জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের হিলালপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা ধীরেন্দ্র দাশের। স্ত্রী ও তিন মেয়ে নিয়ে ৫ সদস্যর পরিবারে মেয়েদের লেখাপড়া ও সংসার খরচ চালাতে গিয়ে তিনি হিমশিম খাচ্ছেন। কুড়েঘরে থেকে কোন রকম খেয়ে না খেয়ে জীবন যাপন করছেন ৭১এর সাহসী এই যুদ্ধা। ১৭ বছরের এই যুবক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে সেদিন তাঁরা তিন বন্ধু ধীরেন্দ্র,কৃপেন্দ ও নিরঞ্জন একত্রে যুদ্ধে যাওয়ার সংকল্প করে বাড়ি থেকে বের হন। ভারতে ইকো ওয়ানে ট্রেনিং নিয়ে টেকের ঘাটে মীর শওকত আলীর নের্তৃত্বে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ গ্রহন করেন। দেশ স্বাধীনের পর জীবনযুদ্ধে জড়িয়ে পড়েন। বিয়ে করে বর্তমানে তিনি কণ্যা সন্তানের জনক। বড় দুই মেয়ে নবীগঞ্জ কলেজে এইচএসসি পড়ে। ছোট মেয়ে অষ্টম শ্রেশীর ছাত্রী। স্ত্রী গৃহিনী। বর্তমান সরকার কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা ভাতা পেয়েই তিনি চালিয়ে সংসারের ভরনপোষন ও মেয়েদের পড়ালেখার খরচ। দারিদ্রতার কারণে একখন্ড কুড়ে ঘরেই কাটাতে হচ্ছে এই বীরমুক্তিযোদ্ধাকে। মুক্তিযোদ্ধা ধীরেন্দ্র দাশ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর প্রতিবেদক কে বলেন, শেখ হাসিনার দেওয়া মুক্তিযোদ্ধা ভাতাই আমাকে বাঁচিয়ে রেখেছে। খেয়ে না খেয়ে কোন রকম স্ত্রী কন্যা নিয়ে বেঁচে আছি। তিনি বলেন,শুনেছি শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের ঘর বানিয়ে দিচ্ছেন এরক একটি ঘর পেলে হয়তো রৌদবৃষ্টি থেকে বাঁচতে পারতাম।

Exit mobile version