Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ভারতে পিতাপুত্রসহ ২ বাংলাদেশী গ্রেফতার

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
ভারতীয় পাসপোর্ট সহ দুই পুত্র সহ এক বাংলাদেশীকে গ্রেফতার করেছে হায়দরাবাদের গোয়েন্দা কর্মকর্তারা। শুক্রবার রাতে তাদেরকে গ্রেপ্তার করাহ হয়। গ্রেফতার করা ওই পিতার নাম আবদুল কাইয়ুম। তার এক ছেলে হাফিজ ফয়জুল্লাহ (১৮) ও ১৭ বছর বয়সী আরেকটি ছেলে ছিল এ সময় তার সঙ্গে। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস। এতে বলা হয়, শুক্রবার তাদেরকে গ্রেফতারে গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর কর্মকর্তারা, তেলেঙ্গানার গোয়েন্দা বিষয়ক সেল অভিযান চালায়। তাদেরকে সহায়তা করে সাইবারাবাদ পুলিশ। হায়দরাবাদের রাজেন্দ্রনগর পুলিশ স্টেশন এলাকায় ওই বাংলাদেশীর বাসায় অভিযান চালানো হয়। দু’পুত্র সহ আবদুল কাইয়ুমকে গ্রেফতার করা হলেও তার স্ত্রী ও কন্যাকে গ্রেপ্তার করা হয় নি। সাইবারাবাদ পুলিশ কমিশনার সন্দ্বীপ শান্দিলিয়া বলেন, আমাদের কাছে গোপন সূত্রে খবর আসে ভুয়া কাগজপত্র ব্যবহার করে ভারতীয় পাসপোর্ট তৈরি করেছে একজন বিদেশী। তিনি ওই এলাকায় বসবাস করেন। তার ওপর দীর্ঘদিন নজর রাখে পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তিনি কিভাবে পাসপোর্ট পেয়েছেন। তবে তার সঙ্গে এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী সংগঠনের যোগসূত্র পাওয়া যায় নি। এ বিষয়ে আরো তদন্ত চলছে। ৬০ বছর বয়সী আবদুল কাইয়ুম ২০০৯ সালে ভারতে যান সপরিবারে। বসবাস করতে শুরু করেন উত্তর প্রদেশের হায়দরাবাদে। তিনি প্লাস্টার অব প্যারিস নামের জিনিস তৈরি করে ব্যবসা শুরু করেন। এসব জিনিস বাসার ইন্টেরিয়র ডিজাইন করতে প্রয়োজন হয়। আবদুল কাইয়ুম একটি ভোটার আইডি কার্ড, আধার কার্ড ও ভারতীয় পাসপোর্ট তৈরি করে ফেলেন ভুয়া তথ্য দিয়ে। কিন্তু তার বাসায় অভিযান চালাতে গেলে তার স্ত্রী ও কন্যা নাটকীয়তা করেন। তারা অন্যদের সহায়তা চান। শেষ পর্যন্ত তারা আবদুল কাইয়ুমকে গ্রেফতার করেন।

Exit mobile version