Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ভারতে বন্যায় ১০০জনের প্রাণহীন, গৃহহীন চার লক্ষাধিক

ভারতে চার রাজ্যের বন্যা পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। বন্যার জেরে মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু ও কেরালা রাজ্যে ইতোমধ্যে মারা গেছেন প্রায় ১০০ জন। বাস্তুচ্যুত হয়ে পড়েছের চার লাখেরও বেশি মানুষ। ভারতীয় সেনা, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে নেমেছেন বলে জানা গেছে।

জানা গেছে, এই বন্যায় সবচেয়ে খারাপ অবস্থা কেরালার ওয়ানাডের। শুধুমাত্র কেরালায় গত তিন দিনে মৃত্যু হয়েছে প্রায় ৫০ জনের। এক লাখেরও বেশি মানুষকে রিলিফ ক্যাম্পে সরানো হয়েছে। কোচিন এয়ারপোর্টে বিমান ওঠা-নামা বন্ধ রয়েছে। ওয়ানাড ও মালাপ্প‌ুরমে একের পর ধসের ঘটনা উদ্বেগ আরও বাড়িয়েছে। মালাপ্প‌ুরমে ৪০ জন ধসের নীচে আটক বলে সন্দেহ করা হচ্ছে।

এদিকে, মহারাষ্ট্রে একাধিক জেলা ভারী বৃষ্টির কারণে বিচ্ছিন্ন হয়ে রয়েছে।

গত কয়েকদিন এখানে মৃত্যু হয়েছে অন্তত ২৮ জনের। বহু বাড়ি এমনকি ফ্লাইওভারও ডুবে আছে জলের তলায়। কর্নাটকের উপকূলবর্তী এলাকাও প্লাবিত। বন্যা প্লাবিত এলাকার জন্য বিশেষ ত্রাণ ঘোষণা করতে ওয়ানাডের সাংসদ রাহুল গান্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনুরোধ জানিয়েছেন।

সৌজন্যে কালের কণ্ঠ

Exit mobile version