Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ভারতে হিন্দুদের সংখ্যা কমছে, বাড়ছে মুসলিমের সংখ্যা

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
এই প্রথম ভারতে হিন্দু জনসংখ্যা ৮০ শতাংশ’র নীচে নেমে এল। বাড়ছে মুসলিম জনসংখ্যা।

ধর্মীয় ভিত্তিতে আদমশুমারির ফলাফলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন সবার সংখ্যা প্রকাশ করা হয়েছে। এই জনগণনায় দেখা যাচ্ছে মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধি গড়ে ২৪.৬ শতাংশ অন্যদিকে হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধি ১৬.৮ শতাংশ। জনসংখ্যার বৃদ্ধিতে হিন্দুদের পেছনে ফেলে দিয়েছে মুসলিমরা।

এই প্রথম ভারতের হিন্দুদের জনসংখ্যা ৮০ শতাংশের নিচে নেমে এসেছে বলে জানানো হচ্ছে। ভারতের মোট জনসংখ্যার ৭৯.৮ শতাংশ হিন্দু। অপরদিকে মুসলমানদের সংখ্যা ভারতের মোট জনসংখ্যার ১৪.২ শতাংশ। আগের জনগণনা বিচারে দেখা যাচ্ছে মুসলিম ছাড়া সব ধর্মীয় জাতিসত্তার লোকসংখ্যা কমেছে। হিন্দুদের সংখ্যা বছরে ০.৭ শতাংশ হারে কমেছে, অন্যদিকে মুসলমানদের বৃদ্ধি বছরে ০.৮ শতাংশ।
সূত্র-কালের কণ্ঠ

Exit mobile version