Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ভূমিকম্পে সারাদেশের সাথে আবারো কেঁপে ওঠল গোটা জগন্নাথপুর

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: ভূমিকম্পে সারাদেশের সাথে আবারো কেঁপে ওঠল গোটা জগন্নাথপুর । রবিবার দুপুর সোয় ১টা ১৫ মিনিটের সময় পুরো জগন্নাথপুরে ভূমিকম্পের অনুভূত হয়। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। তবে আজও ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপালে বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবীদ আবু সাঈদ চৌধুরী।

তিনি জানান, নেপালের কোদারি অঞ্চল ভূমিকম্পের উৎপত্তিস্থল। এটা ঢাকা থেকে ৬১০ কিলোমিটার দূরে। আর সিলেট থেকে আরো কিছু দূরে হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরো জানান, আজকের ভূমিকম্পরে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। আর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এদিকে গতকালের ভূমিকম্পে জগন্নাথপুরের একটি স্কুল ও বেড়িবাঁধের ক্ষয়ক্ষতি হলেও আজকের ভূমিকম্পে কোন ক্ষয়্ষতির খবর পাওয়া যায়নি।

Exit mobile version