Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ভোটকেন্দ্রে কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে চট্রগ্রামের মেয়র প্রার্থী মনজুর আলমের ভোট ও রাজনীতি থেকে অব্যাহতির ঘোষনা্র

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক: ভোটকেন্দ্রে কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলমের।মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মনজুর আলমের নির্বাচনী কার্যালয়ে এ ঘোষণা দেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।এ সময় নির্বাচন ও রাজনীতি ত্যাগ করার ঘোষণা দিয়ে মনজুর আলম কার্যালয় ত্যাগ করেন।চট্টগ্রাম সিটি নির্বাচন এলাকার ভোটার সংখ্যা ১৮ লাখ ১৩ হাজার ৪৪৯ জন। ভোটকেন্দ্র ৭১৯টি। মোট ওয়ার্ড সংখ্যা ৪১টি। এখানে মোট মেয়র প্রার্থী ১২ জন, ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ২১৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ৬২ জন।

Exit mobile version