Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মজিদপুরে প্রবাসীর উদ্যোগে স্কুল ড্রেস বিতরণী সভায় সিদ্দিক আহমদ-প্রবাসীরা দেশের শিক্ষার উন্নয়নে প্রশংসনীয় অবদান রাখছেন

সুহেল হাসান.কলকলিয়া থেকে:: সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ বলেছেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে অত্যন্ত আন্তরিকতার সহিত কাজ করছে। সরকারের পাশাপাশি প্রবাসীরা দেশের উন্নয়নে কাজ করছেন। বিশেষ করে শিক্ষার উন্নয়নে প্রবাসীদের অবদান প্রশংসনীয়। তিনি সবাইকে নিয়ে একটি শিক্ষিত জাতি গঠনে কাজ করার আহ্বান জানান। বুধবার সকালে কলকলিয়া ইউনিয়নের মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাজ্য প্রবাসী মন্তেশ্বর আলীর উদ্যোগে মজিদপুর সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে বিদ্যালয়ের শিক্ষাথীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তরুন সমাজসেবক শিক্ষানুরাগী প্রবাসী মন্তেশ্বর আলীর সভাপতিত্বে ও কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক লায়েক আহমদ এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জেলা আওয়ামীলীগের তরুণ নেতা তনুজ কান্তি দেব, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মালেক।
IMG-20160309-WA0000অনুষ্টান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বশির মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক দিপক কান্তি দে দিপাল, যুগ্ন সাধারন সম্পাদক মিজানুর রহমান মাষ্টার, ইউনিয়ন যুবলীগ আহবায়ক আব্দুল আহাদ, যুগ্ন আহবায়ক রেজাউল করিম রেজা, কামরুল, শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নতা মুকিত, দুর্জয়, কলেজ ছাত্রলীগ নেতা রনি রাজ, সাংবাদিক সুহেল হাসান, মহানগর ছাত্রলীগ নেতা বুরহান,মজিদপুর গ্রামের মুরুব্বি বাদশা মিয়া, মাফিজ আলী, এয়ানুদ্দিন,জমির আলী, মঞ্জিল মিয়া, খসরু মিয়া, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রিংকু দাশ, সুলেহ মিয়া, সায়েক মিয়া, হাকিম আলী,মিজানুর,টিটু,রেজাউল, হাসন আলী, রাজ্জাক, বদরুল,রফিক প্রমুখ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর টুয়েন্টিফোর সম্পাদক জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, বার্তা সম্পাদক আলী আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম,
সভায় বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু বলেন,নতুন প্রজন্মের শিক্ষাথীদের শিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সবেইকে কাজ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামীলীগ নেতা তনুজ কান্তি দেব বলেন, আমার শৈশবের স্মৃতি বিজড়িত মজিদপুর সরকারি প্রাখমিক বিদ্যালয়ে প্রবাসীর উদ্যোগে স্কুল ড্রেস বিতরণ একটি ব্যতিক্রমী আয়োজন। প্রবাসীরা যে দেশের উন্নয়নে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থারেখে কাজ করছে তা শহর থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে আজ স্বীকৃত। তিনি সবাই মিলে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, জাতির জনক আমাদের দেশ দিয়েছেন। আর তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে সুখি সমৃদ্ধ অসাম্প্রদায়িক রাষ্ট্র দিচ্ছেন। সভায় প্রধান অতিথি বিশেষ অতিথি ও সভাপতিকে আয়োজক মজিদপুর সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে সন্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।

Exit mobile version