1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মজিদপুর প্রতিভা এডুকেশন ট্রাস্টের প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন

মজিদপুর প্রতিভা এডুকেশন ট্রাস্টের প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন

  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬
  • ৪৫৩ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামে মজিদপুর প্রতিভা এডুকেশন ট্রাস্ট এর প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০১৬ শুক্রবার সকালে মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এতে ১৭টি স্কুল ও ৩ টি মাদ্রাসার ৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তন্মেধ্যে ৩০ জন ছেলে, ২৫ জন মেয়ে শিক্ষার্থী ছিল। অংশ নেয়া বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে জগন্নাথপুর মডেল সরঃ প্রাথঃ বিদ্যা, মজিদপুর সরঃ প্রাথঃ বিদ্যাঃ গোরার গাও সরঃ প্রাথঃ বিদ্যাঃ, প্রভাকর পুর সরঃ প্রাথঃ বিদ্যাঃ, খাশিলা ক সরঃ প্রাথঃ বিদ্যাঃ, ওয়ারিদ উল্লাহ সরঃ প্রাথঃ বিদ্যাঃ,ইকড়ছই সরঃ প্রাথঃ বিদ্যাঃ, জমাত উল্লাহ সরঃ প্রাথঃ বিদ্যাঃ, আটপাড়া সরঃ প্রাথঃ বিদ্যাঃ, আব্দুল কাদির সরঃ প্রাথঃ বিদ্যাঃ, কামার খাল সরঃ প্রাথঃ বিদ্যাঃ, জগদীশ পুর সরঃ প্রাথঃ বিদ্যাঃ, সাদি পুর সরঃ প্রাথঃ বিদ্যাঃ, ইসহাক পুর সরঃ প্রাথঃ বিদ্যাঃ, গনেশ্বর পুর সরঃ প্রাথঃ বিদ্যাঃ, হাজি মন্তাজ উদ্দিন কিন্ডারগার্টেন, ব্লু বার্ড আইডিয়াল কিন্ডারগার্ডেন পাড়ার গাঁও, ইকড়ছই আলিয়া মাদ্রাসা,
আবুবকর (রঃ) মাদ্রাসা, বালিকান্দি আটপাড়া মাদ্রাসা। পরীক্ষাচলাকলে উপস্থিত ছিলেন মজিদপুর সরকার প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি সিরাজ মিয়া,মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিনা খানম,সহকারী শিক্ষক বিলকিছ বেগম, সহকারী শিক্ষক প্রিয়াঙ্কা দেব,প্রতিভা এডুুকেশন ট্রাস্টের মোঃ তাজুদ মিয়া, হা: সাজ্জাদুর রহমান, এমদাদুর রহমান সুমন, মিজানুর রহমান, রিজু আহমেদ, রাজু আহমেদ, কামরুল ইসলাম, রাজেল আহমেদ, মারজুম, রিয়াজ,রুবেল প্রমুখ উল্লেখ্য মজিদপুর প্রতিভা এডুকেশন ট্রাস্ট প্রতি বছর ধারাবাহিকভাবে পরীক্ষার মাধ্যমে বৃত্তি প্রদান করে আসছে। যার ধারাবাহিকতায় এবারও বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ফলাফলের প্রেক্ষিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার প্রদান করা হবে। প্রতিভা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমদাদুর রহমান সুমন জানান,প্রাথমিক শিক্ষার মানন্নোয়ন ও শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগী মনোভাব গড়ে তুলতে প্রতিভা এডুকেশন ট্রাস্ট বৃত্তি প্রদানের উদ্যোগ নিয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে উৎসাহ দিতে পরবর্তীতে অনুষ্ঠানের মাধ্যমে অামরা বৃত্তিপ্রাপ্তদের পুরস্কৃত করব। সুমনসহ ট্রাস্টের সদস্যরা বৃত্তিপরীক্ষায় সহযোগীতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com