Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মজিদপুর বিদ্যালয়ে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার::জগন্নাথপুর উপজেলার ১৪ নং মজিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রিড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ ও শহীদ মিনারে ভিত্তি প্রস্তর স্থাপন বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অমল কান্তি দেব (বিপুল) এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা রোহেনা বেগম ও প্রিয়াংকা দে এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন শাহজালাল মহা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ মতিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জয়লান আবেদীন, কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দ্বিপক কান্তি দে দীপাল, জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক অমিত দেব, স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. লিনা খানম। অন্যানের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য দেন জমাত উল্ল্যাহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি সিরাজ মিয়া, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লায়েক আহমদ, জগন্নাথপুর টোয়েন্টিফোর ডটকম’র প্রতিনিধি কামরুল ইসলাম মাহি।


এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর টোয়েন্টিফোর ডটকম’র বার্তা সম্পাদক আলী আহমদ, স্টাফ রিপোর্টার গোবিন্দ দেব, আজহারুল হক ভুইয়া শিশু, দোস্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হেপি বনিক গোরারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিমা রাণী তালুকদার ,১নং মজিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিলকিছ বেগম, এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আমিনুল ইসলাম, রেনা বেগম,বিষু দেব, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ইর্শাদ আলী, হাজী এখলাছুর রহমান, তরুন সমাজসেবক প্রতিভা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমদাদুর রহমান সুমন, সমাজকর্মী সোহেল আহমদ, তাজুদ মিয়া, কনা মিয়া সজ্জাদ মিয়া, আশিক মিয়া, হাজি আহমদ আলী,সেজু মিয়া, নুরে আলম রেজা, মজিদপুর নুরুন আলা নুর ইসলামী সমাজ কল্যান সংস্থা’র সভাপতি রাজেল আহমদ, ক্বারী তানভীরুল ইসলাম তামিম প্রমুখ।
পরে অতিথিবৃদ ইতালী প্রবাসী মজনু আলীর অর্থায়নে ১৪ নং মজিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনারে ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরির্বতন এনেছে। বিশেষ করে প্রাথমিক শিক্ষার অগ্রগতিতে সরকারের সফলতা প্রশংসনীয়। তিনি মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমুলক কাজের প্রয়োজনীয়তা তুলে ধরে সহযোগীতার আশ্বাস দেন। প্রধান বক্তার বক্তব্যে শাহজালাল মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ মতিন বলেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার মুল ভিত্তি। এভিত্তিকে আরো মজবুদ করতে সবাইকে মানসন্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। তিনি আগামী বছর মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তির টাকা দেয়ার ঘোষনা দেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন বলেন, সুনামগঞ্জ জেলার মধ্যে পিইসি পরীক্ষায় আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি। আগামী আরো ভাল ফলাফল অর্জনের লক্ষ্যে কাজ করব। তিনি মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে ভূমিকা রাখার কথা বলেন। এছাড়াও প্রবাসী মজনু আলীর উদ্যোগে শহীদ মিনার নিমার্ণের প্রশংসা করেন।

Exit mobile version