Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মন্ত্রী এম এ মান্নানের নির্দেশে কলকলিয়া ইউনিয়নের ১০ গ্রামে বিদ্যুতায়নের উদ্যোগ

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ১০ গ্রামে নতুন করে পল্লী বিদ্যুতের সংযোগ প্রদান করা হচ্ছে। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের নির্দেশে গ্রামগুলো বিদ্যুতায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গ্রামগুলো হচ্ছে কালিটেকী,খিদিরপুর,সাদিপুর,কাদিপুর,জগদীশপুর,শ্রীধরপাশা,কামারখাল,গলাখাল,বালিকান্দি ও খাশিলা। এ উপলক্ষে বুধবার গ্রামগুলোতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলকলিয়া ইউনিয়ন আওয়মাীলীগ ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাষ্টারের পরিচালনায় বালিকান্দি গ্রামে মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের একান্ত সচিব জুয়েল আহমদ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব সিরাজুল ইসলাম, শাহজালাল মহাবিদ্যালয়ের ভূমি দাতা আলহাজ্ব সমছুল হক,উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল মালেক,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, সদস্য আবুল কাশেম, ইউনিয়ণ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দ্বীপক কুমার দে দীপাল, সহ-সভাপতি আব্দুল মালিক,সাংগঠনিক সম্পাদক যুবরাজ মিয়া,কোষাধ্যক্ষ ফজর আলী, কদ্দুছ মিয়া, শুকুর আলী, আব্দুন নূর,জেলা যুবলীগের সদস্য আলাল হোসেন রানা, উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল আহাদ, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন,সাজু শাহআলম,শিপু প্রমুখ। মতবিনিময় সভায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের পক্ষে একান্ত সচিব পিএস জুয়েল আহমদ বলেন, মন্ত্রীর নির্দেশে নির্বাচনী এলাকার প্রতিটি গ্রামে বিদ্যুৎ সংযোগের অংশ হিসেবে কলকলিয়া ইউনিয়নের ১০ গ্রামে বিদ্যুতায়নের ব্যবস্থা করা হয়েছে। খুব শ্রীঘ্রই গ্রামগুলোতে বিদ্যুতায়নের কাজ শুরু হবে। বিদ্যুৎ সংযোগ নিয়ে কেউ যাতে কোন ধরনের বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সেজন্য মন্ত্রীর নির্দেশে গ্রামবাসীর সাথে মতবিনিময় করা হয়। তিনি জানান খুব শ্রীঘ্রই গ্রামগুলোতে বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ শুরু হবে।

Exit mobile version