Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মশা নিধনে ব্যর্থতার অভিযোগে দুই মেয়রকে ‘লালকার্ড’

জগন্নাথপুর টুযেন্টিফোর ডটকম ডেস্ক :: রাজধানীতে মশার ভাইরাসবাহিত রোগ চিকুনগুনিয়া ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে মশা মারায় ব্যর্থতার অভিযোগ এনে ঢাকা মহানগরীর দুই মেয়র আনিসুল হক ও সাঈদ খোকনকে প্রতীকী লালকার্ড দেখিয়েছে লেখক-শিল্পী-ছাত্র-শিক্ষক-সাংবাদিক ও নাগরিকবৃন্দের ব্যানারের একটি সংগঠন।

শনিবার বিকালে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মশা মারতে দুই মেয়রের গাফিলতির অভিযোগ আনেন। তারা ঢাকা মহানগর উত্তরের মেয়র আনিসুল হকের শুক্রবারের দেওয়া বক্তব্যের সমালোচনা করেন।

মেয়র আনিসুল হকের মন্তব্যের প্রেক্ষিতে বক্তারা বলেন, ঘরে ঘরে মশারি টানাতে হবে না, ঢাকা শহরের মশা দূর করুন। এডিস মশা দিনেই কামড়ায়, ওই সময়ে কেউ মশারি টাঙিয়ে ঘুমায় না, কর্মস্থলে যায়।

বক্তারা মেয়র আনিসুল হকের নির্বাচনের আগের প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে বলেন, নির্বাচনের আগে ঢাকা মহানগরীর সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকারভিত্তিক মশা নিধনের কর্মসূচির প্রতিশ্রুতি দিলেও মেয়র এখন এটা অস্বীকার করছেন। তারা এ অস্বীকার প্রবণতা থেকে বেরিয়ে আসার আহবান জানান।

এসময় বক্তারা আরো বলেন, আপনাদের ভোট দিয়ে এনেছি, এখন আপনাদের লাল কার্ড দেখাতে হচ্ছে।

দুই মেয়রকে লাল কার্ড দেখানোর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রকাশক রবীন আহসান, আকরামুল হক, খান আসাদুজ্জামান মাসুম, শরীফুজ্জামান, লীনা পারভিন, আরিফ জেবতিক, মাহফুজা হক, সঙ্গীতা ঘোষ প্রমুখ।

Exit mobile version