Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মহাজোট প্রার্থী এম এ মান্নান এর সাথে জাতীয় পার্টি ও আঞ্জুমানে আল ইসলাহ’র মতবিনিময়

স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ -৩ ( জগন্নাথপুর- দক্ষিণ সুনামগঞ্জ) আসনে আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট মনোনীত প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এর সাথে মহাজোটের শরিক দল জাতীয় পার্টি ও আঞ্জুমানে আল ইসলাহ্ এর একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে
এক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি পৌর মেয়র আবদুল মনাফ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু এর পরিচালনায় এতে বক্তব্য দেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি,
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ,উপজেলা জাতীয় পার্টি সভাপতি খলিলুর রহমান,সাধারন সম্পাদক জহিরুল ইসলাম লাল মিয়া,জাপা নেতা আতাউর রহমান আলতাব,আবু সুফিয়ান ঝুনু,মানিক মিয়া,মুক্তিযোদ্ধা প্রজন্মপার্টি নেতা মোফাজ্জল খান লুলু উপজেলা জাপা নেতা ,দিলু মিয়া,আবদুল মনাফ,ছালিক মিয়া,উপজেলা যুব সংহতি আহ্বায়ক আলী আফসার,সদস্য সচিব রফিক মিয়া,উপজেলা আঞ্জুমানে আল ইসলাহ নেতা নিজাম উদ্দিন জালালী ,পৌর সভাপতি মাওলানা নুরুল হক,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ এসময় উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান,পৌর আওয়ামীলীগ সভাপতি আবদুল আহাদ,সেক্রেটারি ইকবাল হোসেন ভূঁইয়া,কাউন্সিলর আবাব মিয়াসহ আওয়ামীলীগ ও জোটের নেতাকর্মীরা উপস্হিত ছিলেন। সভায় দুই শরিক দলের নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন,
নির্বাচন এলেই মহাজোটের শরিকদল হিসেবে আমাদের খোঁজ করেন, পরে আর আমাদের কথা মনে থাকেনা।আমরা চাই মহাজোটের শরিকদল হিসেবে আমাদেরকে মূল্যায়ন করা হোক।

সভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এম এ মান্নান বিগত দিনের ভূল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে বলেন,আগামী দিনে মহাজোটের শরিকদল গুলোর সাথে সমন্বয় করেই আমার দল আওয়ামীলীগ কাজ করবে।
তিনি মান অভিমান ভূলে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে বলেন,
জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ এদেশের উন্নয়নের নায়ক আর বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা আকাশ থেকে পাতাল সর্বত্র উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিয়ে উন্নয়নের মহা মহানায়কে আবির্ভূত হয়েছেন। তাই উন্নয়ন ধরে রাখতে নৌকাকে ৩০ ডিসেম্বর বিজয়ী করুন। পরে শরিকদলের নেতারা নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

Exit mobile version