Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে ভূমিকা রাখায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে‘ স্বাধীনতা সম্মাননা’ দিল বাংলাদেশ

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে ভূমিকা রাখায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীকে ‘স্বাধীনতা সম্মাননা’ দিল বাংলাদেশ।
রোববার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে বাজপেয়ীর এই সম্মাননা তুলে দেন বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শ্রী বাজপেয়ীর যোগ্য উত্তরসূরী এবং বাংলাদেশের আরেক বন্ধু শ্রী নরেন্দ্র মোদির হাতে সম্মাননা স্মারকটি হস্তান্তর করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
পূর্বসূরীর হয়ে সম্মাননা নিয়ে নরেন্দ্র মোদী বলেন, আজ আমার জন্য এক সৌভাগ্যের মুহূর্ত। ভারতবাসীর জন্য এক গৌরবের মুহূর্ত।
এরপর রাষ্ট্রপতির সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেন মোদি।
রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে বঙ্গভবনে যান মোদি। তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বিকেলে মোদির সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ সৌজন্য সাক্ষাৎ করবেন।

Exit mobile version