Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মানবাধিকার কমিশন হচ্ছে মানুষের অধিকার আদায়ের প্রধান মাধ্যম – পৌর মেয়র আব্দুল মনাফ

সুনামগঞ্জ সংবাদদাতা : জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ বলেছেন, মানবাধিকার কমিশন হচ্ছে মানুষের অধিকার আদায়ের প্রধান মাধ্যম। তিনি বলেন,আমরা যদি আমাদের অধিকার সর্ম্পকে সচেতন হতে পারি তাহলে মানবাধিকার লংঘিত হতে পারেনা। জগন্নাথপুর মানবাধিকার কমিশন নির্যাতিত ও অধিকার বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করবে বলে আশা করি। রোববার বিকাল ৩টায় পৌর মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ফৌজিআরা বেগম শাম্মী। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আল-হেলাল। বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখা সমন্বয়কারী জহিরুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে ও তরুন সংগঠক মাওলানা নিজাম উদ্দিন জালালী ও সাংবাদিক মুহাম্মদ ইয়াকুব মিয়ার যৌথ পরিচালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবি ও গবেষক দ্বীনুল ইসলাম বাবুল, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর আবাব মিয়া, মানবাধিকার কমিশন সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মাওলানা মুহাম্মদ এমদাদুল হক, সহ সভাপতি ও সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আরতী তালুকদার কলি, সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল কাদির শান্তি মিয়া,সহ সভাপতি সেলিনা বেগম। অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর সদর জামে মসজিদের ইমাম ও ইকড়ছই আলিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আজমল হোসাইন জামী, মোঃ আব্দুল ওয়াহিদ, রিয়াজ রহমান, মানবাধিকার কর্মী হাফিজ আবুল কাশেম, হাজি শাহজাহান মিয়া, আবুল ফজল, এনামুল হক এনাম, সাংবাদিক মাছুম আহমদ, মীর রমজান আলী ছানা, শাহিন মিয়া সুমন, বদরুল ইসলাম খাঁন, আনোয়ার হোসেন আনা, রাশিদ আহমদ চৌধরী মুরাদ, ইউপি সদস্য আলাল, অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন হিফজুর রহমান তালুকদার জিয়া, বিপ্লব দেব নাথ, তাহের আল তামিম, জগন্নাথপুর মানবাধিকার কমিশনের কবির আহমদ হিরা, মহিলা নেত্রী রোকসানা জায়গীরদার, ফয়জুল হক, আব্দুল হক কামালী, সুবেদ খাঁন, অধুদ কামালী, ফয়ছল আহমদ, রেজাউল ইসলাম, সিদ্দিকুর রহমান বকুল, আব্দুর রাজ্জাক, আক্তার হোসেন শিপার প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ রেজাউল করিম। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে অতিথিদের বরণ করে নেন। পরে সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া কে সভাপতি, সোহেল আহমদ খাঁন টুনু সাধারণ সম্পাদক ও ইয়াকুব মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট প্রস্তাবিত কমিটির ঘোষনা দেন মানবাধিকার কমিশন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আল হেলাল। প্রধান আলোচক ফৌজিআরা বেগম শাম্মী বলেন, আমরা হচ্ছি মানবতাবাদী। সব সময় মানব সেবায় আমাদের নিজেকে বিলিয়ে দিতে হবে। আমরা নিজে সততার সাথে দায়িত্ব পালন করব যাতে আমাদের দ্বারা কারো মানবাধিকার লংঘন না হয়। মানুষের কল্যাণে কাজ করাই মানবাধিকার কমিশনের মূল লক্ষ্য। তিনি সংগঠনকে শক্তিশালী করনের মাধ্যমে সবাইকে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।

Exit mobile version