Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মার্কিন দূতাবাসের ৭৫৫ জন কর্মীকে রাশিয়া ছাড়ার নির্দেশ

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: যুক্তরাষ্ট্রের দূতাবাসের ৭৫৫ কর্মীকে রাশিয়া ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রস্তাবের পর রোববার এমন আদেশ দিয়েছেন পুতিন। খবর বিবিসির

আসছে ১ সেপ্টেম্বরের মধ্যেই তাদের যুক্তরাষ্ট্র ফিরে যেতে হবে বলে এক সাক্ষাৎকারে পুতিন জানান।

সাক্ষাৎকারে পুতিন বলেন, এক হাজারের বেশি কর্মী-কূটনীতিক ও সহায়ক কর্মচারী রাশিয়ায় কাজ করছে। আর যুক্তরাষ্ট্রে রাশিয়ার মাত্র ৪৫৫ জন কূটনৈতিক কাজ করছে। তাই দুই দেশের দূতাবাসের কর্মী সংখ্যা সমান করার জন্য ৭৫৫ জনকে অবশ্যই রাশিয়ায় কর্মকাণ্ড বন্ধ করতে হবে।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ ও ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া দখলে নেওয়ার শাস্তি হিসেবে যুক্তরাষ্ট্রের কংগ্রেস রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রস্তাব আনে। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করলেই সেই প্রস্তাব আইনে পরিণত হবে।

এরপরই সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল রাশিয়া। এ নিয়ে আলোচনা যখন তুঙ্গে, ঠিক সে সময়ে পুতিন যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের ছাঁটাইয়ের নির্দেশ দিলেন।

এক সাক্ষাৎকারে রাশিয়ার টেলিভিশন ভেস্তিকে পুতিন বলেন,

Exit mobile version