Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মা ছেলে লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়ষন্ত্র করছে- সিদ্দিক আহমদ

স্টাফ রিপোর্টার :; সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ বলেছেন, আওয়ামীলীগের উন্নয়ন কর্মকান্ডে ঈষার্নিত হয়ে বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে মা ছেলে লন্ডনে বসে বিদেশী নাগরিক হত্যাসহ নানা ষড়ষন্ত্রে লিপ্ত। তিনি বলেন, বিএনপি বুঝতে পেরেছে নির্বাচনের মাধ্যমে আর কোন দিন এদেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না তাই তারা নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এজন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন,দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে। এ ধারাবাহিকতা রক্ষায় আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করতে হবে। তিনি বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদির শিকদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়ার পরিচালনায় মীরপুর বাজারে বিকেলে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি হরমুজ আলী, মিডল্যান্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আকমল খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, নুরুল ইসলাম,ইলিয়াছ আহমদ,মীরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রিপন, ইউনিয়ণ যুবলীগ সভাপতি সাহাব উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক সাজ্জাদ খান, উপজেলা ছাত্রলীগ নেতা মাহবুব হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আফরোজ আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল আহাদ দুলন, ইউনিয়ন আহ্বায়ক সাইফুল ইসলাম,সৈনিকলীগ নেতা সুহেল আহমদ, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আব্দুস ছত্তার, আনোয়ার আলী, মুক্তার আলী। সভার শুরুতে কোরআন তেলোওয়াত করেন মাওলানা আব্দুস সালাম ও গীতা পাঠ করেন নিশি কান্ত দাস। সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা সাবেক কাউন্সিলর লুৎফুর রহমান, জেলা যুবলীগ সদস্য আলাল হোসেন, যুবলীগ নেতা মাছুম আহমদ, নিজামুল করিম, সিদ্দিকুর রহমান, ইব্রাহিম আলী, জুবেদ খান, আব্দুল জিলানী আবু,জিবরিল আমীন, মহিব উদ্দিন সেলিম, বাদশা মিয়া, আব্দুস শহীদ, ফারুক কামালী,কামরুল ইসলাম, ছাত্রলীগ নেতা শাহ সাহেদুর রহমান সাহেদ, রুমেন আহমদ, মুরাদ আহমদ, তাজউদ্দিন লিটন, নাছির আহমদ,সজিব রায় দুর্জয় প্রমুখ।

Exit mobile version