Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মিথ্যা মামলা-অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুরে মানববন্ধন

সুনামগঞ্জের জগন্নাথপুরে মিথ্যা মামলা,অসামাজিক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে ওয়ারিছ আলী,ফারুক ইকবাল গংদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার বিকাল ৪ টায় জগন্নাথপুর, বিশ^নাথ, ছাতক উপজেলার সীমান্তবর্তী এলাকার সর্বস্তরের জন সাধারণের উদ্যোগে লামাটুকের বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
লামা টুকের বাজার ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার সাবেক সভাপতি হাজী আব্দুল করিমের সভাপতিত্বে ও লামা টুকের বাজার পরিচালনা কমিটির সভাপতি মো আব্দুল হান্নান এর উপস্থাপনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী আংগুর মিয়া, সাবেক চেয়ারম্যান হাজী মোক্তার আলী, আব্দুল মোছব্বির, আব্দুল মানিক, আব্দুল মতিন, শুকুর আলী মহাজন, আব্দুল জলিল মাষ্টার, আব্দুস ছোবহান, আব্দুল কাদির, ফজর আলী, হাজী নছিব উল্ল্যাহ, মোতয়াল্লি মনির উদ্দীন, তাহির মিয়া, মাওলানা মর্তুজ আলী, ছমক আলী মহাজন, ডা: আব্দুল ওয়াহিদ, ডা: মিজানুর রহমান, আব্দুল কাদির, ছালিক মিয়া, আব্দুল মুকিত, আব্দুল কালাম, ইছাক আলী, নুর হোসেন, শুকুর আলী, আব্দুল নুর, ইউপি-সদস্য আব্দুল মানিক, আশরাফ মিয়া, সোনাফর আলী, বদরুল আলম, হাফিজ শাহিন ইসলাম, মাওলানা লুৎফুর রহমান জিহাদী, আব্দুল আহাদ প্রমুখ। সীমান্তবতী তিনটি উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৫ শতাদিক লোক মানববন্ধনে অংশ নেয়।
সমাবেশে বক্তারা বলেন, পূর্ব বিরুদের জেরে ওয়ারিশ আলী গংদের কু-প্ররোচনায় সিলেট মোগলা বাজার থানার রায় খাইল গ্রামের বাবুল মিয়ার ছেলে আফসর উদ্দীন বাদী হয়ে গত ৯/০৩/২০১৯ ইং তারিখে নিরপরাদ জগন্নাথপুর থানার মিরপুর ইউনিয়নের গড়গড়ি গ্রামের মৃত হাজী হারিছ উল্ল্যার ছেলে জামদ আলী (৬০) তার কলেজ পড়–য়া ছেলে আলী আহমদ (১৭), সামির আলীর ছেলে ইমরান আহমদ (২২), মিজান আহমদ (১৭) এর বিরুদ্ধে বিশ^নাথ থানায় মিথ্যা মামলা দায়ের ও প্রত্যাহারের জোর দাবী জানান। এছাড়াও ওয়ারিশ আলী গংদের সন্ত্রাসী কর্মকান্ডের অত্যাচারে তিনটি উপজেলার সর্বস্তরের জন সাধারণ অতিষ্ঠ হয়ে জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন। জি-আর ৫১/২০১৯, বিশ^নাথ থানার মামলা নং-২ তারিখ: ৯/০৩/২০১৯ইং।
Exit mobile version