Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মীরপুরে মেম্বার পদে ১নং ওয়ার্ডে ১ প্রার্থীর ১ ভোট !

স্টাফ রিপোর্টার – নানা কারণে আলোচিত
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে এক প্রার্থী মাত্র ১ ভোট পেয়েছেন। পরিবার, আত্বীয় স্বজন বন্ধুবান্ধব সমর্থক কারো ভোট না পাওয়ায় তিনি সংবাদের শিরোনাম হলেন।আলোচিত এই প্রার্থীর নাম সাজব আলী।তিনি টিউবওয়েল প্রতীকে ১ ভোট পেয়ে আলোচনার জন্ম দেন। ধারণা করা হচ্ছে
নিজের ভোট ব্যতিত তাঁর বাক্সে আর কোন ভোট পড়েনি।

গতকাল সোমবার রাতে জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি ফলাফল ঘোষণাকালে সাজব আলী (টিউবওয়েল প্রতীকে) ১ ভোট পান বলে ঘোষনা দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান।

এ ওয়ার্ডে আটজন প্রার্থী ইউপি সদস্য পদে অংশ নেন। ফলাফলে দেখা যায়,খলিল উদ্দিন (ফুটবল ) প্রতীকে ৩১৪ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল আহাদ (ভ্যানগাড়ি প্রতীকে) ৩০৬ ভোট পান। আর সাজব আলী একাই একশো হয়ে আলোচনার জন্মদেন। দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত মীরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন সাজব আলীরা স্মরণীয় করে রাখলেন।

Exit mobile version