Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মুকুট ময় মঞ্চ নিভে গেল নান্দনিক বাতাসে

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সন্মেলন উপলক্ষে সকাল থেকে শহরে ও সন্মেলনস্থলে নুরুল হুদা মুকুটের সমর্থিত নেতাকমীদের উপস্থিতিতে পুরো শহর ও সন্মেলন কেন্দ্র মুকুটময় হয়ে উঠে। কেন্দ্রেীয় নেতারা সভাস্থলে এসে মুকুট মুকুট ধ্বনী শুনতে পান। এক মুহুতেই তা ম্লান হয়ে যায় নান্দকি বাতাসে। আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করতেই থেমে যায় মুকুটময় ধ্বনী। যদিও এসময় মুকুট সমর্থকরা চেয়ার ভাংচুর করে ক্ষোভ প্রকাশ করেন। শুরু থেকে মুকুট সমর্থকদের বাড়াবাড়ি কেন্দ্রীয় নেতারা ভালভাবে দেখেননি। কেন্দ্রীয় নেতা মাহবুবুল আলম হানিফ কিছুটা ক্ষোভ প্রকাশ করে এধরনের অরাজকতার সমালোচনা করেন। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে ব্যারিষ্টার এম এনামুল কবির ইমনের নাম ঘোষনার পর শহরে সাধারণ নেতাকর্মীদের্র মধ্যে স্বস্থি নামে। সন্মেলনস্থলে উপস্থিত জগন্নাথপুর উপজেলা যুবলীগের এক নেতা জানান, সন্মেলনে আমাদের প্রিয় নেতা ইমনকে বসার জায়গা দেয়া হয়নি। ১০ মিনিট দাড়িয়ে থাকার পর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের হস্তক্ষেপে বসার সুযোগ পান। ওই নেতা জানান, মানুষ শেখ হাসিনার নেতৃত্বে এজন্য এখন আস্থাশীল। কারণ শেখ হাসিনার আমলে আধিপত্যর বড়াই ঠিকে না। ঠিকে নান্দনিক ও সৃজনশীলতা। জয় হয়েছে নান্দনিকতার। সুনামগঞ্জ জেলাকে নান্দনিক সুনামগঞ্জ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন ব্যারিষ্টার এনামুল কবির ইমন। জেলা পরিষদের প্রশাসকের পাশাপাশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি আওয়ামীলীগের মতো বিশাল রাজনৈতিক সংগঠনের জেলা সাধারণ সম্পাদকের পদ তাঁর সাফল্যর ঝুলি আরো সমৃদ্ধ হবে। সৃজনশীল,মেধাবী এ তরুণ রাজনীতিবীদ রাজনীতিতে নতুনত্ব এনে আওয়ামীলীগকে আরো সমৃদ্ধ করবেন বলে আশা করছেন তরুণ প্রজন্মের রাজনীতিবীদরা।

Exit mobile version