Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মেসিদের আটকাতে ক্রোয়েশিয়ার একাদশে দুই পরির্বতন

জগন্নাথপুর২৪ ডেস্ক::‘ডি’ গ্রুপে সব দলের প্রথম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে এগিয়ে রয়েছে ক্রোয়েশিয়া। নাইজেরিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতে পূর্ণ ৩ পয়েন্ট পেয়েছে তারা।
এবার দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে তারা। প্রথম ম্যাচে দুর্বল আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাত্র একটি পয়েন্ট পেয়েছে আর্জেন্টিনা।

তবুও মেসিশিবিরের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের ম্যাচজয়ী একাদশে পরিবর্তন আনার কথা ভাবছে ক্রোয়েশিয়া।

ক্রোয়েশিয়ান কোচ লাটকো ড্যালিক আভাস দিয়েছেন যে, আর্জেন্টিনার বিপক্ষে একাদশে দুটি পরিবর্তন আনবেন তিনি।

প্রথমত, ডিফেন্ডার ইভান স্ট্রিনিচের পরিবর্তে দলে আসবেন ভেদরান করলুকা। ডেজান লভরেন এবং দোমাগজ ভিদার সঙ্গে রক্ষণভাগ সামলানোর দায়িত্বে থাকবেন করলুকা।

এছাড়া ফরোয়ার্ড আন্দ্রে ক্রামারিচের পরিবর্তে আসবেন আক্রমণাত্মক মিডফিল্ডার মিলান বাদেলজ। মারিও মানজুকিচের সঙ্গে আক্রমণ সাজানোর দায়িত্ব থাকবে বাদেলজের কাঁধে।

আর্জেন্টিনার বিপক্ষে ক্রোয়েশিয়ার সম্ভাব্য একাদশ:

গোলরক্ষক: ড্যানিয়েল সুবাসিচ

ডিফেন্ডার: সিমে ভ্রাসালকো, ভেদরান করলুকা, ডেজান লভরেন এবং ডোমাগজ ভিদা

মিডফিল্ডার: ইভান রাকিটিচ, লুকা মদ্রিচ, মিলান বাদেলজ

ফরোয়ার্ড: ইভান পেরেসিচ, মারিও মানজুকিচ এবং আনতে রেবিক
যুগান্তর

Exit mobile version