Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মৌলভীবাজারে অভিযান শেষ, ৭/৮ জনের ছিন্নভিন্ন দেহ

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানা চলানো অভিযানের পর ভেতরে বিস্ফোরণে ছিন্নভিন্ন ‘সাত-আটটি’ লাশের অংশ দেখা গেছে।

বৃহস্পতিবার বিকেল ঘটনাস্থলের পাশে ১নং খলিলপুর ইউনিয়ন কমপ্লেক্স ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান এ তথ্য জানান।

মনিরুল ইসলাম বলেন, অভিযান শেষে ওই ভবনের ভেতরে ঢুকে তাঁরা দেখেন যে মানবদেহের ছিন্ন-বিচ্ছিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। এসব অংশ দেখে মনে হয়েছে যে সাত থেকে আটজনের দেহের অংশবিশেষ হতে পারে। পুরুষ, নারী ও দু-একজন অপরিণত বয়সীর দেহের অংশবিশেষ ছিল। দুর্গন্ধ বের হচ্ছিল। তাঁদের ধারণা, যখনই জঙ্গিরা দেখেছে যে পালিয়ে যাওয়ার পথ নেই, তখন তারা বোমার বিস্ফোরণ ঘটিয়ে আত্মহনন করেছে।

বুধবার থেকে শুরু এই অভিযানে অংশ নেন কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াট। নাম দেয়া হয়, ‘অপারেশন হিটব্যাক’।

এদিকে মৌলভীবাজার শহরের বড়হাট আবুশাহ দাখিল মাদ্রাসা গলিতে অবস্থিত অপর জঙ্গি আস্তানায় অভিযান এখনো শেষ হয়নি।

Exit mobile version