Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মৌলভীবাজারে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ: আহত ৪

জগন্নাথপুর২৪ ডেস্ক:: মৌলভীবাজারে  ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে চার ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর  ১২টার দিকে  মৌলভীবাজার সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, কামাল গ্রুপ ও নাহিদ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নাহিদ গ্রুপের চার ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।

আহতরা হলেন, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের কর্মী ও অনার্স তৃতীয় বর্ষের ছাত্র তানভীর আহমদ (২৩), দ্বিতীয় বর্ষের ছাত্র মেহেদি হাসান জনি (২২), প্রথম বর্ষের ছাত্র মিঠুন দেব (২১) ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থী মিটু মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেন বলয়ের নেতাকর্মীরা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলমের নেতৃত্বে কলেজ ক্যাম্পাসে মিছিল বের করে। তাদের মিছিল শেষে জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ বলয়ের নেতাকর্মীরা জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জাকির হোসেন সুজেলের নেতৃত্বে আরেকটি মিছিল বের করেন। এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে কামাল গ্রুপের নেতাকর্মীরা নাহিদ গ্রুপের নেতাকর্মীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় নাহিদ গ্রুপের চার কর্মী আহত হয়। পরে তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে জানান।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ জানান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেন গ্রুপ ও যুবলীগ সভাপতি নাহিদ আহমদের গ্রুপের ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী বলেন, ছাত্ররা কলেজে মারামারি করেছে শুনেছি। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। কে বা কারা তা করেছে আমরা এখনো জানতে পারিনি।

Exit mobile version