Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মৌলভীবাজারে ভূয়া ডাক্তারকে কারাদন্ড

মৌলভীবাজার প্রতিনিধি

র‌্যাবের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে মৌলভীবাজারের একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে এক ভূয়া ডাক্তারকে আটক করেছেন। এসময় তাকে এক মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার বিকেলে মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল সড়কের আইকন মেডিকেল সাভির্স এর বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার থেকে রোগী দেখার সময় নির্বাহী ম্যাজিস্ট্র্যাট জেপি দেওয়ানের নেতৃত্বে র‌্যাবের ভ্রাম্যমান আদালত ভূয়া ডাক্তারকে আটক করেন। ভূয়া ডাক্তার মোস্তাফিজুর রহমান গত তিন মাস ধরে এই চেম্বারে পাঁচশত টাকা ফি নিয়ে বিশেষজ্ঞ ডাক্তার পরিচয়ে রোগী দেখে আসছিলেন। তার আসল নাম রাকিবুল ইসলাম। কুমিল্লার হোসনা উপজেলার নিলুখী গ্রামের তার বাড়ি।

নির্বাহী ম্যাজিস্ট্র্যাট জেপি দেওয়ান জানান, তিনি নিজের দোষ স্বীকার করেছেন। অভিযোগের সত্যতা প্রমাণ পাওয়ায় তাকে এক মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Exit mobile version