Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

‘যথাসময়ে ফসলরক্ষা বাঁধের কাজ শেষ করুন ’

ছাতক প্রতিনিধি::
ছাতকে বোরো ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান ও সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান।
শনিবার দুপুরে উপজেলার নোয়ারাই ইউনিয়নের নাইন্দার হাওরের ১ নং প্রকল্পের বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেন পুলিশের উচ্চ পদস্থ দুই কর্মকর্তা।
পরিদর্শনকালে বাঁধ নির্মাণের ক্ষেত্রে কিছু ত্রুটির কথা উল্লেখ করেন ডিআইজি। এসব ত্রুটি নির্ধারিত সময়ের মধ্যে দূর করার পরামর্শও দেন তিনি।
বাঁধের স্লোপ যথাযথ না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করে পিআইসির কাছ থেকে সঠিক কাজ আদায় করে নেয়ার জন্য ছাতকে দায়িত্বরত পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী ভানুজয় দাসকে বলেন। পাশপাশি নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের কাজ সম্পন্ন করার জন্য পিআইসির সভাপতিসহ সদস্যবৃন্দকে তাগিদ দেন। পরিদর্শনকালে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান, এডিশনাল এসপি (ছাতক সার্কেল) দোলন মিয়া, ছাতক থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, ওসি (অপারেশন) কাজী গোলাম মোস্তফা, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, ১নং পিআইসির সভাপতি রাশিদ আলীসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
ডিআইজি কামরুল আহসান ও সুনামগঞ্জের পুলিশ সুপার বরকত উল্লাহ খান যথা সময়ের মধ্যে হাওর রক্ষা বাঁধের কাজ শেষ করার জন্য প্রতিটি পিআইসির দায়িত্বশীলদের প্রতি নির্দেশ দেন। এর আগে ডিআইজি কামরুল আহসান লাফার্জ হোলসিম সিমেন্ট কারখানা পরিদর্শন করেন। লাফার্জ হোলসিম প্লান্টের ম্যানেজার হারপাল সিং এবং লাফার্জের কর্মকর্তারা লাফার্জের উৎপাদন কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন।

Exit mobile version