Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

যাত্রীর পেটে ৮০ লাখ টাকার সোনা

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে এক যাত্রীর পেট থেকে ৮০ লাখ টাকা মূল্যমানের ১৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তর। রোববার সকালে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের এক যাত্রী আবুল মনসুর (৪২) পেটে করে ১৪টি স্বর্ণের বার আনেন। যার ওজন ১ কেজি ৬২৪৫ গ্রাম। গতিবিধি সন্দেহ করে ঔ যাত্রীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বর্ণের বারের কথা স্বীকার করেন। পরে বিশেষ কৌশলে তার পেটের ভেতর থেকে স্বর্ণের বারগুলো বের করে আনা হয়। আবুল মনসুরের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নূরুল হুদা আজাদ জানান, সকালে দুবাই থেকে আগত বিমান যাত্রী আবুল মনসুর গ্রীন চ্যানেল অতিক্রমকালে তার গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর সে স্বীকার করে তার পেটের ভিতরে (রেক্টামে) স্বর্ণ এনেছে। অবৈধভাবে স্বর্ণের বার পাচার করায় তাকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

Exit mobile version