জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তবর্তী যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলনের অপরাধে বালুভর্তি ৫টি স্টিলবডি নৌকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকালে যাদুকাটা নদীতে অভিযান পরিচালনা করে এসব নৌকা জব্দ করা হয়।
অভিযানের নেতৃত্বে ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা।
তিনি বলেন, এসবের সঙ্গে জড়িতদের সন্ধান পেলে থানায় নিয়মিত মামলা হবে। আর সন্ধান না পেলে নৌকায় থাকা বালু উন্মুক্তভাবে নিলাম করা হবে ।